আমার সিলেট রিপোর্ট: বাংলাদেশের কৃষকের সেবাই জড়িত সংগঠন “খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ” এর কেন্দ্রীয় নির্দেশে মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়।
জানা যায় আলোচনা শেষে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে গঠিত করা হয়েছে।
সংগঠনের সূত্রে আরো জানা যায়,মঙ্গলবার (৬ ই জানুয়ারী২০২৬) বিকাল ৩ টায় মৌলভীবাজার শহরস্থ শোভা সীড কোম্পানির হলরুমে জেলা শাখার কমিটি গঠনকল্পে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক-১ মোশারফ হোসেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
সভায় সর্ব-সম্মতিক্রমে মীর সেলিম আহমেদ কে আহবায়ক সন্ধীপ বৈদ্ধ্য প্রদীপকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক , মোঃ নাজমুল হাসান নুহেলকে যুগ্ম আহ্বায়ক ও মোঃ খায়রুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও উক্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন,প্রনয় পাল, সুজিত বিশ্বাস, অনিবাশ দে, বাছির মিয়া, রিয়াজ উদ্দিন, সাকেল আহমেদ রনি,বকুল চন্দ্র, নাল্টু দাস ও আব্দুল মতিন।
