ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নাশকতার মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর খুরমা ও কালারুকা ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই নেতা হলেন—উত্তর খুরমা ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আখলুছ আলীর ছেলে তাজ উদ্দিন (৩০) ও কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল মঈনের ছেলে আব্দুল মহসিন (৪৩)। দু’জনই সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের একাংশ বলছে, রাজনৈতিক অস্থিরতার সময় নানা ঘটনায় বহু নাম জড়িয়ে যায়, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত হওয়া জরুরি। অন্যদিকে পুলিশ বলছে, নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রমে যারাই জড়িত
থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে যুবলীগ নেতৃবৃন্দ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে এ গ্রেপ্তারকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২ জুলাই ২০২৫ সালে দায়ের করা নাশকতা মামলার (ধারা: 15(3)/250, The Special Powers Act, 1974) তদন্তের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে তাদের চলাফেরা পর্যবেক্ষণ করা হচ্ছিল।
মামলা সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি বিশেষ দল ওই দুই যুবলীগ নেতার বাড়িতে অভিযান পরিচালনা করে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই আসামিকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
