সহকারী শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি. নং এস–১২০৬৮) শ্রীমঙ্গল উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মো. নজরুল ইসলামকে সভাপতি এবং তপন কুমার বৈদ্যকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ১০ জানুয়ারি দুপুর ১২টায় শ্রীমঙ্গলের দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি রহিমা বেগম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি মো. এনামুল কবীর, সহসভাপতি মো. আজিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক এ টি এম আনিসুর রহমান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠন করা হয়। এতে
সভাপতি — মো. নজরুল ইসলাম,
সাধারণ সম্পাদক — তপন কুমার বৈদ্য,
সাংগঠনিক সম্পাদক — ইনাম উল্ল্যা খান
এবং কোষাধ্যক্ষ — প্রণজিৎ দেব নির্বাচিত হন।
কাউন্সিল অধিবেশনে বিদায়ী কমিটির সম্পাদক প্রনবেশ চৌধুরী অন্তু, সাংগঠনিক সম্পাদক অলক পালসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইনাম উল্ল্যা খান ও উপজেলা কমিটির সদস্য আরফিন নাসরিন সিমি।
