জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে ভারতীয় কম্বল, চকলেট, মেহেদী ও প্রসাধনী সামগ্রীসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে সিলেট–তামাবিল মহাসড়কের মাস্তিংহাটি এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি পর্যটকবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৭৩৭০) তল্লাশি করে নরসিংদী জেলার মনোহদি থানার মনোহদি গ্রামের বাসিন্দা মো. কাজল মিয়ার ছেলে আল-আমিন (৩৩) কে আটক করা হয়। তার কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে একটি পর্যটকবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৯১৯৩) তল্লাশি করা হয়। এ সময় গাজীপুর জেলার শ্রীপুর থানার মুলাইদ গ্রামের আবুল মনসুরের ছেলে মো. সিয়াম (১৯) কে আটক করা হয়। তবে তার সহযোগী অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
এ সময় মো. সিয়ামের কাছ থেকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা কিটকাট ৪ ফিঙ্গার চকলেট ৩৫০ পিস, কিটকাট ৩ ফিঙ্গার চকলেট ৪৫০ পিস, বিনজো চকলেট ৯০ প্যাকেট এবং কাভেরী মেহেদী ৯৫ বক্স উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পৃথক দুই অভিযানে দুইজনকে আটক করা হয়েছে এবং পলাতক একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
