শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত আনান প্যাক (বিডি) লিমিটেডের একটি আবাসিক এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দিনের কোনো এক সময় ওই ব্যক্তি মারা যান বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এটি হত্যা, আত্মহত্যা নাকি অস্বাভাবিক মৃত্যু—কোনোটিই নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সংবাদ শ্রীমঙ্গল থানায় পৌঁছালে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য থানার এক কর্মকর্তা ঘটনাস্থলে যান। এ সময় এসআই সাইদুর রহমান, এএসআই আবু তালেবসহ পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিল।
শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে মরদেহটি উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য আওলাদ হোসেন বলেন, “আমাকে সংবাদ দেওয়া হয়নি। কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য আমি জানি না।”
মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি আনান প্যাক (বিডি) লিমিটেডের গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিকিউরিটি গার্ড জানান, তার নাম সুমন, বয়স আনুমানিক ৪৮ বছর। তিনি বহিরাগত এবং সম্ভবত টাঙ্গাইল জেলার বাসিন্দা। তবে কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত তথ্য দিতে কেউ উপস্থিত না থাকায় প্রাথমিক পর্যায়ে বিস্তারিত জানা যায়নি।
অপরদিকে এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব এর সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি এখনো আমি শুনি নাই।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। রিপোর্ট হাতে এলে বিষয়টি পরিষ্কার হবে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
