জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও প্রসাধনীসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি শনিবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সিলেট–তামাবিল মহাসড়কের মাস্তিংহাটি এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় পর্যটকবাহী ‘তিশা পরিবহন’ নামের একটি বাস তল্লাশি করে বিভিন্ন ধরনের ভারতীয় চকলেট, প্রসাধনী, হেয়ার অয়েল, মেহেদি এবং ৪৯ কেজি জিরা জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এনে শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন ও সংরক্ষণ করা হচ্ছিল। এ ঘটনায় পণ্য পরিবহনের দায়ে রাজধানী ঢাকার ডেমরা থানার আমতলা গ্রামের মো. তৈয়ব আলীর ছেলে মনির হোসেন (৪০) কে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান,
“চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
