শ্রীমঙ্গল প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান জয়নালের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যায় শহরের আগ্রা কন্টিনেন্টাল চাইনিজ রেস্টুরেন্টে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠন, স্থানীয় সাংবাদিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রুম্মন, সহ-সভাপতি আনিসুল ইসলাম আশরাফী, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক কৃষক আব্দুল মজিদসহ শ্রীমঙ্গল উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
