অবশেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ

    0
    233

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,জুন: অবশেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। ভারতের ওপেনিং জুটি ভাঙতে পেরেছে স্বাগতিকরা। সাকিব আল হাসানের জোড়া আঘাতে প্যাভিলিয়নে ফিরেছেন শেখর ধাওয়ান ও রোহিত শর্মা। এর মধ্য দিয়ে দেশের মাটিতে সাকিবও পূর্ণ করেছেন উইকেটের সেঞ্চুরি। দেশের মাটিতেই একশোর বেশি টেস্ট উইকেট শিকার করলেন বাঁহাতি স্পিনার।

    দিনের ১২তম ওভারে সাকিবের শিকার হয়ে ফিরেছেন শেখর ধাওয়ান। ওই ওভারের পঞ্চম বলে ডাউন দ্য উইকেট এসেও ফ্লিক খেলতে গিয়েছেন ধাওয়ান। বল টপ এজ হয়ে কট এন্ড বোল্ড হন ভারতের এই বাঁহাতি ওপেনার। ধাওয়ান ২৩টি চারে ১৭৩ রান করেছেন। কাকতলীয়ভাবে নিজের পরের ওভারের পঞ্চম বলে রোহিত শর্মাকে বোল্ড করেন সাকিব (৬)।

    তৃতীয় দিনে সাকিবের দ্বিতীয় ওভারে ধাওয়ান আউট হওয়ায় ২৮৩ রানে ভাঙলো ভারতের ওপেনিং জুটি। দিনের অষ্টম ওভারেই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেছেন মুরালি বিজয়। তাইজুলের বলে চার মেরে ২০১ বলে আসে ভারতীয় এই ওপেনারের সেঞ্চুরি।

    এদিকে ধাওয়ান-বিজয়ের জুটি হয়ে গেল বাংলাদেশের বিপক্ষে ভারতীয়দের সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ ২৫৯ রানের জুটি গড়েছিলেন গৌতম গম্ভীর ও রাহুল দ্রাবিড়ের। ২০০৪ সালে চট্টগ্রামে দ্বিতীয় উইকেট এই জুটি গড়েন তারা।

    এদিকে শুক্রবার সকাল থেকেই আকাশে রোদের দেখা মিলেছে। মাঠও প্রস্তুত হয়ে গেছে যথা সময়েই। সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের খেলা।

    উল্লেখ্য, বৃষ্টির কারণে বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৫৬ ওভারে বিনা উইকেটে ২৩৯ রান। বৃষ্টির বাধায় ম্যাচের প্রথম দিনও তিন ঘন্টা খেলা বন্ধ ছিল।