অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের কোচ হোলগার বরখাস্ত

    0
    229

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরগত কাল শনিবার ফ্রান্সের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। আর এই ম্যাচের পরপরপই “সকারুজ কোচ হোলগার ওসিয়েককে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন বরখাস্ত” করেছে। মাসখানেক আগে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচেও ছয় গোল হজম করেছিল অস্ট্রেলিয়া। সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্টে প্রকাশিত হয়েছে তাকে এখন এর মূল্য দিতে হবে। সকারুজদের ইতিহাসে সবচেয়ে বাজে দুটি ফলাফলের পরে কোচ হোলগার ওসিয়েকের রাজত্ব শেষ হয়ে গেছে। আজ সকালেই তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের সভাপাতি ডেভিড গ্যালোপ ইতোমধ্যেই ওসিয়েককে বিষয়টি জানিয়ে ও দিয়েছেন।

    তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। কয়েকদিন ধরেই গুজব উঠেছিল যে সকারুজদের নেতৃত্ব দেবার জন্য আবারো সাবেক কোচ গাস হিডিংকে ফিরিয়ে আনা হচ্ছে। হিডিংয়ের অধীনেই অস্ট্রেলিয়া ২০০৬ সালের জার্মান বিশ্বকাপে ভাল পারফরমেন্স দেখিয়েছিল। এছাড়া কোচের পদের জন্য অস্ট্রেলিয়ার পেশাদার এ-লীগের মেলবোর্ন ভিক্টরির কোচ আনজে পোস্টেকোগ্লু, পশ্চিম সিডনির টনি পোপোভিচ এবং সেন্ট্রাল কোস্টের গ্র্যাহাম আর্নল্ড এগিয়ে আছেন বলেও সংবাদ পত্রে বলা হয়েছে।