আমেরিকা,দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথ নৌ মহড়া শুরু

    0
    217

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪মার্চ,ডেস্ক নিউজঃ  আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান যৌথ নৌ মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিহত করার অনুশীলন চালানোর লক্ষ্য নিয়ে এ সামরিক মহড়া শুরু করা হয়েছে।

    জাপান সাগরের এই ত্রিদেশীয় মহড়ায় দক্ষিণ কোরিয়ার সেজোং দ্যা গ্রেট, জাপানের কিরিশিমা এবং মার্কিন কিউরিটস উইলবার গাইডেড মিসাইল ড্রেস্টয়ার অংশ নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে আজ(মঙ্গলবার) এ খবর দিয়েছে। মহড়া বুধবার পর্যন্ত চলবে বলেও খবরে উল্লেখ করা হয়।

    উত্তর কোরিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র দু’সপ্তাহ পরে মহড়া শুরু করল তিন দেশ। চলতি মাসের ৬ তারিখে এক সাথে চার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এক দিন পর পিয়ংইয়ং ঘোষণা করে যে জাপানের  মার্কিন ঘাঁটিগুলোতে হামলার সক্ষমতা যাচাইয়ের জন্য এ সব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে।পার্সটুডে