ইউপি চেয়ারম্যান এর উদ্যোগে নিরবিচ্ছিন্ন পিএসসি পরীক্ষা

    0
    193

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩নভেম্বর,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ  নিরবিচ্ছিন্ন পিএসসি পরীক্ষা নিশ্চিত করতে শ্রীমঙ্গলের কালাপুর ইউপি চেয়ারম্যান ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। চলমান পিএসসি পরীক্ষায় জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরব গঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের পাশে হওয়াতে পিএসসি পরীক্ষার্থীরা অনেকটা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসেন। এ বস্থায় সকালে ও পরীক্ষার পর কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল নিজে রাস্তায় দাড়িয়ে সেন্টারের সামনে গতি নিয়ন্ত্রন করেন। পরীক্ষা কেন্দ্রে গিয়ে কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি দূরের ছাত্রছাত্রীদের  আসা যাওয়ার খোঁজ নেন।

    এ ব্যাপারে চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল জানান, তার কালাপুর ইউনিয়নে ২১ টি বিদ্যালয়ে মোট ৭২৪ জন ছাত্র পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে দূর্গত। বিশেষ করে হাওর, পাহাড় ও চা বাগান এলাকা। এ সব এলাকা থেকে কোন শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র যেন আসতে সমস্যা না হয় তাই তিনি এ  বিশেষ নজর দিচ্ছেন।

    ছবি- পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল।