ইন্টার্নশীপ এন্ড হ্যান্ডস অন ট্রেনিং অরিয়েন্টেশন অনুষ্ঠিত

    0
    226

    আমারসিলেট24ডটকম,১০জুনঃ গণমাধ্যম বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র সিটিজেন্স ভয়েস ফর ইমপ্রুভড লোকাল পাবলিক সার্ভিসেস (সিভিআইপিএস) প্রকল্পের আওতায় গতকাল ৯ জুন, সোমবার সিলেটের ৪ জেলা থেকে মোট ১২ জন সাংবাদকর্মী ’ইন্টার্নশীপ এন্ড হ্যান্ডস অন ট্রেনিং’ বিষয়ক অরিয়েন্টেশনে অংশ নেন।

    এমএমসি’র আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোসাব্বের হোসেন। পরবর্তী সেশন পরিচালনা করেন এমএমসি’র গবেষনা কর্মকর্তা হাবিবুল আলম।

    আলোচনার বিষয় ছিল স্থানীয় সরকার বিষয়ক রিপোর্টিং কলাকৌশল, স্থানীয় সরকার ধারণা, গ্রাম আদালত, হোল্ডিং টাক্স, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, কর্মসৃজন প্রকল্প, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প, স্থানীয় সরকারে নারীদের অবস্থান এবং অভিগম্যতা, গ্রামীণ দরিদ্র, সুবিধাবঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় স্থানীয় নারী সংবাদকর্মীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

    ইান্টিার্নশীপ পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুদ্দিন সবুজ; চীফ এক্সকিউটিভ অফিসার, প্রকৃতি মিডিয়া এন্ড ফাউন্ডেশন, ঢাকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেসমিন নূর; মনিটরিং এন্ড রিসার্স কোরডিনেটর, এছাড়া হ্যান্ডস অন ট্রেনিং এর অভিজ্ঞতা বিনিময় করেন দৈনিক সবুজ সিলেটের যুগ্ন বার্তা সম্পাদক ছামির মাহমুদ এবং অফিস ইন্টার্নী হিসেবে অংশগ্রহণ করেন এমএমসি কলেজের বাংলা বিভাগের ছাত্রী সুষমা ভট্টাচার্য।