কারবালায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু:আহত শতাধিক

    0
    198

    ইরাকের পবিত্র কারবালায় শোকানুষ্ঠান চলাকালে ভিড়ের চাপে ও পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

    আশুরা উপলক্ষে কারবালায় ইমাম হোসেন (রা)’র মাজার এলাকায় ৩০ লাখ মুসলমান সমবেত হয়েছেন। শোক পালন করার সময় প্রবল ভিড়ের চাপে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল বদর বলেছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

    হতাহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায় নি। ইরানের জিয়ারত সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, হতাহতদের মধ্যে কোনো ইরানি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই হতাহতদের পরিচয় সম্পর্কে জানা যাবে।

    বর্তমানে কারবালা প্রাঙ্গনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ইরানের জিয়ারত সংস্থা জানিয়েছে। সূত্রঃ পার্সটুডে