ইরাকের ফালুজা শহর পুনর্দখলের জন্য বড় ধরনের অভিযান শুরু

    0
    249

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জুলাই: উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র কাছ থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় ফালুজা শহর পুনর্দখলের জন্য দেশটির সামরিক বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। এতে স্বেচ্ছাসেবী বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট সহায়তা করছে।

    ইরাকের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর যৌথ এ অভিযান সোমবার রাতে শুরু হয়েছে এবং এরইমধ্যে তারা ফালুজা শহরের প্রবেশদ্বারে পৌঁছে গেছে। শহরটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ৬৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

    সরকারি কর্মকর্তারা আরো জানিয়েছেন, ফালুজা শহরের দক্ষিণ-পশ্চিম ও পূর্বাঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরাকি বাহিনীর হাতে রয়েছে। সরকারপন্থি কাতাইব হিজবুল্লাহ ফোর্সের মুখপাত্র জাফার হোসাইনি জানান, তার বাহিনী ফালুজা শহরের উত্তরাঞ্চলীয় সরবরাহ রুটের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ফালুজা শহরের নিয়ন্ত্রণ নিতে পারলে আল-আনবার প্রদেশের রাজধানী রামাদির সঙ্গে এর যোগোযাগ বিচ্ছিন্ন করা সহজ হবে।

    দীর্ঘদিন ধরে রামাদি শহরটি আইএসআইএল’র হাতে রয়েছে।ইরনা