উত্ত্যক্ত করতে করতে শীলার গায়ের ওপর গাড়ি তুলে দেন

    0
    212

    আমার সিলেট  24 ডটকম,০১নভেম্বরঃ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছোট কুমিরা ও বড় কুমিরার মাঝের সেতুর ওপর শীলা নামের একটি মেয়েকে  উত্ত্যক্ত করতে করতে তার গায়ের ওপর গাড়ি তুলে দেন , ঘটনার পর কলেজ শিক্ষার্থীদের অবরোধে প্রায় ২০ মিনিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে বলে পুলিশ সূত্রে জানা যায় ।আহত শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন শীলা ওই এলাকার লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি পিকআপ ভ্যান এসে শীলাকে চাপা দেয়।

    প্রত্যক্ষদর্শীদের মতে ৫/৬ জন লোক দূর থেকে শীলাকে পিছন থেকে অনুসরণ করে আসছিল আর গাড়িতে থাকা লোকজন ও তাকে উত্ত্যক্ত করতে করতে ড্রাইভার  তার গায়ের ওপর গাড়িটি তুলে দেয়।এতে শীলা কোমরে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছেন বলে জানা যায়।ঘটনার পরপরই ওই কলেজের শিক্ষার্থীরা মহাসড়কে নেমে আসে এবং  দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে দেয়।আরোহীরা পিকআপটি ফেলে চলে গেলে তা সীতাকুণ্ড থানার পুলিশ আটক করে। আরোহীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সীতাকুণ্ড থানার ওসি জানান।