উৎসবমুখর পরিবেশে নড়াইলে কাত্যায়নী পূজাঁ অনুষ্ঠিত

    0
    237

    নড়াইল প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নড়াইল জেলায় এ বছর সনাতন ধর্মাবলমম্বিদের ৫৩টি পূজাঁমন্ডপে কাত্যায়নী পূজাঁ অনুষ্ঠিত হচ্ছে। পূজাঁকে ঘিরে বিশাল আকৃতির তোরণ নির্মাণ, লাইটিং সহ নানা উৎসবে মেতে উঠেছে সনাতন ধর্মালম্বীরা। শুক্রবার মন্ডপে মন্ডপে চলছে মহাঅষ্টমীর অতিরিক্ত পূজাঁ । শহরের নিশিনাথতলা, বাধাঁঘাট, সর্বমঙ্গলা কালী বাড়ী, সর্দারপাড়াসহ সদরের কলোড়া, মাইজপাড়া,সরসপুর, দলজিৎপুরসহ লোহাগড়া ও কালিয়ায় এ পূজাঁ অনুষ্ঠিত হচ্ছে।
    জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানাগেছে, জেলায় এ বছর ৫৩টি কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ২০টি, লোহাগড়া উপজেলায় ১৩টি ও কালিয়া উপজেলায় ২০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
    জানা গেছে, গত ১৩ নভেম্বর মহাষষ্ঠীর মধ্যদিয়ে পূজা শুরু হয়েছে। ১৪ নভেম্বর মহাসপ্তমী ,১৫ ও ১৬ নভেম্বর মহাঅষ্টমী, ১৭ নভেম্বর মহানবমী এবং শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা এবং ১৮ নভেম্বর রবিবার বিজয়াদশমীর মধ্যদিয়ে শেষ হবে কাত্যায়নী পূজা।