এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড

    0
    293

    আমারসিলেট24ডটকম,২৯ডিসেম্বরঃ শ্রীলঙ্কাকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২ উইকেট হারিয়েই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।

    কিউইদের হয়ে দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসন ৩১ ও রস টেলর ৩৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
    সোমবার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৯৩ রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা। স্বাগতিক নিউজিল্যান্ডের চেয়ে তখনো ১০ রানে পিছিয়ে ছিল লঙ্কনারা। তবে সাউদি ও মার্ক ক্রেইগের বোলিং তোপে পড়ে মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ম্যাথুজের দল। তবে নবম উইকেট জুটিতে প্রসন্ন জয়াবর্নকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করনে সামিন্দা ইরাঙ্গা। এই দুজন ২৩ রানের জুটি গড়েন।

    দলীয় ৩৪৮ রানে প্রসন্ন যখন নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যান তখন লঙ্কানদের লিড ছিল মাত্র ৪১ রান। তবে শেষ উইকেট জুটিতে সুরঙ্গা লাকমলকে নিয়ে ৫৯ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে ১০৫ রানের লিড পাইয়ে দেন ইরাঙ্গা।

    শ্রীলঙ্কার পক্ষে করুনারত্নে সর্বোচ্চ ১৫২ রান করেন। এছাড়া ম্যাথুজ ৬৬ ও ইরাঙ্গা করেন ৪৫ রান।

    নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি চারটি করে উইকেট নেন। নিশাম ও ক্রেইগ নেন একটি করে উইকেট।

    প্রথম ইনিংসে ব্রেন্ডন ম্যাককালামের অনবদ্য ১৯৫ ও জেমস নিশামের ৮৫ রানের ওপর ভর করে নিউজিল্যান্ড ৪৪১ রান সংগ্রহ করে।

    নিউজিল্যান্ডের ৪৪১ রানের জবাবে ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার, জেমস নিশাম ও টিউ সাউদির চতুর্মুখী আক্রমণে পড়ে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে ৩০৩ রানের বড় লিড পায় স্বাগতিকরা।

    ১৯৫ রানের অনবদ্য ইনিংসের জন্য ব্রেন্ডন ম্যাককালাম ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

    আগামী ৩ জানুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। সুত্রঃওযেবসাইট