এবার বাজারে প্লাস্টিকের বাঁধা কপি !

    0
    238

    আন্তর্জাতিক ডেস্কঃ এবার বাজারে প্লাস্টিকের বাঁধা কপি ! প্লাস্টিক ডিম, প্লাস্টিক আটা, প্লাস্টিক চালের পর এসেছে প্লাস্টিকের বাঁধা কপি বিক্রির অভিযোগ।আর এই আতঙ্ক দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনায়।ভারতীয় একটি অনলাইন সংবাদ মাধ্যম এই সংবাদ প্রচার করেছে।

    ২০ আগস্ট সকালে চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেটের বাজার থেকে একটি বড় সাইজের বাঁধাকপি কিনে আনেন চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুজিত রানার ছেলে সুকান্ত রানা। সুজিতবাবুর বৌমা মান্তু রানা ওই বাঁধাকপি কাটতে গেলে সন্দেহ হয়।অন্য দিনের মত বাঁধাকপি কাটা যাছে না। এতেই বাড়ে কৌতুহল এবং শুরু করেন নিজেরাই পরীক্ষা নিরিক্ষা। ওই বাঁধাকপিটির পাতা আগুনে পোড়াতে গেলে কোনও মতেই পুড়ছেনা।টানলেই বাড়ছে আর এতেই আতঙ্কিত হয়েছে পরিবারটি।

    এই খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য দেখা যায় গোটা এলাকায়। বাজার থেকে চড়া দামে মিলছে এখন বাঁধাকপি। তা সত্বেও হাত পুড়িয়ে মধ্যবিত্ত এই পরিবারটি আজকের দুপুরের মেনুতে বাঁধাকপির স্বাদ নেওয়ার চেষ্টা করলেও তা আর মিটলো না, উপরি পাওনা খাবারে আতঙ্ক।