এ হামলা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাঃইরাকী সংসদীয় জোট

    0
    208

    ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবির প্রতিনিধিত্বকারী সংসদীয় জোট সাম্প্রতিক হামলাকে ইরাকের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছে। সোমবার এক বিবৃতিতে সংসদীয় ফাতাহ জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের বিভিন্ন ঘাঁটিতে হামলার ঘটনার জন্য আমেরিকাকে দায়ী করে। এসব হামলা ইহুদিবাদী ইসরাইল চালিয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে।

    বিবৃতিতে বলা হয়েছে, “আমরা যদিও ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার রাখি তবে আমরা এ হামলাকে ইরাকের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করছি।”

    ইরাকের জাতীয় সংসদে পপুলার মোবিলাইজেশন ইউনিটের প্রতিনিধিত্বকারী ফাতাহ জোট ইরাকে মোতায়েন মার্কিন সমস্ত সেনাকে প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছে। জোট বলেছে, ইরাকে আমেরিকার সেনাদের আর প্রয়োজন নেই।

    গত রোববার ইরাকের আল-কায়িম শহরে পপুলার মোবিলাইজেশন ইউনিটের ঘাঁটিতে সর্বশেষ ড্রোন হামলা চালানো হয়। এ হামলায় মোবিলাইজেশন ইউনিটের ৪৫তম ব্রিগেডের লজিস্টিক সাপোর্ট প্রধান নিহত হন। এছাড়া হামলায় একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। পপুলার মোবিলাইজেশন ইউনিট বলেছে, মার্কিন বিমানের ছত্রচ্ছায় হামলা হয়েছে।পার্সটুডে