কমলগঞ্জে কমিউনিটি বেইজড ট্যুরিজম প্রশিক্ষণার্থীদের সনদ

    0
    217

    কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝের গাঁ কৈশাম মন্ডপ প্রাঙ্গণে কমিউনিটি বেইজড ট্যুরিজমের প্রশিখ্ষণ গ্রহনকারী ১২টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। গতকাল গত শনিবার (২০ অক্টোবর) বিকালে সদন প্রদানের মাধ্যমে এ প্রশিক্ষণের মাধ্যমে ১০দিনব্যাপী পশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

    প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষিত ১২টি পরিবারের মাঝে সনদ প্রদান করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এনডিসি মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুর রহমান ও মৌলভীবাজার জেলার ট্যুরিষ্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দীন।

    এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী (কুটি), মনিপুরি কমিউনিটির গবেষক, প্রভাষক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইয়াছনীন আরা।