কলঙ্ক মুক্তির পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ:ছাত্র মৈত্রী

    0
    206

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮মার্চঃ  যুদ্ধাপরাধের দায়ে বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা মীর কাসিম আলীর ফাঁসির রায় বহাল থাকায় কলঙ্ক মুক্তির পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল বলে জানালেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ।

    মীর কাসিম আলীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রীর আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। সমাবেশে ছাত্র মৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ রায়ে উচ্চাস প্রকাশ করে বলেন মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকারী মীর কাসিম আলীর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। সাধারণ সম্পাদক অর্ণব দেবনাথ দাবি জানান, অবিলম্বে মীর কাসিম আলীর ফাঁসির দ-াদেশ কার্যকর করা হোক।

    সমাবেশে বক্তারা ধর্মভিত্তিক রাজনীতি ও রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি রনজিৎ রায়, ফারাবী আহসান সুজন, মানোয়ার হোসেন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।