কলম্বিয়ায় অগ্নিকাণ্ডে উৎসব ফেরত ৩১শিশুর মর্মান্তিক মৃত্যু

    0
    196

    আমারসিলেট24ডটকম,১৯মে, কলম্বিয়ার উত্তরাঞ্চলে চলন্ত বাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটলে ৩১ শিশু পুড়ে মারা যায়। কলম্বিয়ান রেডক্রসের মুখপাত্র সিজার উরুয়েনা এএফপিকে জানান, ফান্ডাসিয়োন শহরের কাছে রোববার এ বাস দুর্ঘটনা ঘটে। শিশুরা ওই বাসের যাত্রী ছিল। এই ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছে । আহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক। তিনি বলেন, ‘আহতদের গুরুতর অবস্থায় ওই এলাকা ও সান্তা মার্তা নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অনেকে এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।’ ফান্ডাসিয়োন শহরের মেয়র লুজ স্টেলা দুরান সাংবাদিকদের বলেন, এই ঘটনায় হতাহত শিশুদের বয়স ১ বছর থেকে ৮ বছরের মধ্যে। এরা একটি ধর্মীয় উৎসব পালন শেষে বাড়ি ফিরছিল। ম্যাগডালিনা পুলিশ এএফপিকে জানিয়েছে, দুপুরের দিকে বাসটি বিস্ফোরিত হয়। আগুনের প্রচন্ডতা এতো বেশি যে তাদের মৃতদেহ গণনা করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এ ঘটনায় আহতরা জানিয়েছে, বাসের চালক গাড়িতে একটি গ্যাসোলিন ভর্তি কন্টেইনার নাড়াচাড়া করছিল। প্রাথমিকভাবে এ ঘটনার জন্য পুলিশ যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করে। বাসটিকে একটি চার্চ গ্র“প ব্যবহার করত। ধর্মীয় অনুষ্ঠান পালন শেষে শিশুরা বাসটিতে করে চার্চ থেকে মাত্র এক ব্লক দূরে যাবার পর এতে আগুন ধরে যায়। মেয়র জানান, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তার বাড়ির জানালায় ইট-পাটকেল নিক্ষেপ করে। ২৫ মের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রোববার বোগোটায় একটি চূড়ান্ত নির্বাচনী প্রচারণা চালানোর পর কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ ফান্ডাসিয়োন সফরে আছেন। সস্ত্রিক ফান্ডাসিয়োন পৌঁছানোর পর তিনি বলেন, ‘এই শিশুদের মৃত্যুর ঘটনায় গোটা দেশের মানুষ শোকাভিভুত।’বাসস।