কানাইঘাটে সুরমার উপর ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

    0
    277

    কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মধ্যবর্তী মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর উপর ব্রীজ নির্মানের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন গতকাল (২৫ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার মমতাজগঞ্জ বাজার ত্রীমোহনায় অনুষ্ঠিত হয়।

    মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর উপর ব্রীজ নির্মাণ বাস্তবায়ন কমিটির সভাপতি জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি সদস্য মুজির উদ্দিনের পরিচালনায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ উদ্দিন। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু।

    মানববন্ধনে বক্তব্য রাখেন ছোটফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেন, মমতাজগঞ্জ ইবতেদায়ী মাদ্রাসার প্রিন্সিপাল আবু সহিদ, মমতাজগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী মাষ্টার ফারুক উদ্দিন, ইকবাল বাহার চৌধুরী, মমতাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়সল আলম, ইউপি সদস্য মিছবাউল ইসলাম, সমাজকর্মী সাইয়ান আহমদ, হাফিজ শাহিন আহমদ, শফিকুল হক, আল আমিন, কাওছার আহমদ, তুহিন চৌধুরী, জুনেদ আহমদ, বিপ্লব চৌধুরী, কয়ছর আহমদ, নাসিম আহমদ, সুফিয়ান আহমদ, করিম আহমদ, আব্দুর রহমান, আহমদ রাজ, সুজন আহমদ, রুহেল আহমদ প্রমূখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সুরমা নদীর মমতাজগঞ্জ বাজার সংলগ্ন স্থানে ব্রীজ নির্মাণের দাবীটি উপেক্ষিত রয়েছে। উক্ত স্থানে ব্রীজ নির্মাণের দাবী বাস্তবায়নের জন্য সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।