কানাডিয়ান চ্যারিটি ও রোটারি’র উদ্যোগে স্কুল সামগ্রী বিতরণ

    0
    316

    স্টাফ রিপোর্টার,সাদিক অাহমেদঃ কানাডিয়ান চ্যারিটি Sleeping Children Around The Word এবং রোটারি ক্লাব-ঢাকা’র অায়োজনে শ্রীমঙ্গল বিটিঅারঅাই উচ্চ বিদ্যালয়ে শিশু উন্নয়নমুলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
    সকাল ১১ টা থেকে শুরু হয় মুল অনুষ্ঠানের।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রোটারি ক্লাবের সদস্যবৃন্দ।
    Sleeping children around the world এর ভলিন্টেয়ার মাসুদুল অালমের তথ্যমতে, “গত ২৪ অক্টোবর থেকে শুরু করে অাগামী ২নভেম্বর পর্যন্ত চলবে কার্যক্রম।গত ২৪ অক্টোবর গাজীপুরের মাওনাতে প্রথম প্রোগ্রাম করে সংগঠনটি।তারই ধারাবাহিকতায় অাজ শ্রীমঙ্গলের বিটিঅারঅাই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রামটি।

    এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কাছে স্কুল সামগ্রী,পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
    এসময় শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন কানাডিয়ান নাগরিক ও Sleeping Children Around The Word এর ভলেন্টেয়ার গেইল হিল ও ক্রিস হিল।

    শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন কানাডিয়ান নাগরিক ও Sleeping Children arround the world এর ভোলেন্টেয়ার গেইল হিল।

    এদিকে বিদেশী নাগরিকের হাত থেকে এসব সামগ্রী গ্রহন করে বেশ উচ্ছ্বাসিত ছিলো শিক্ষার্থীরা।
    কয়েককন শিক্ষার্থী অামাদের জানান “অামরা বিদেশী ম্যামের হাত থেকে খাবার নিয়েছি।অামাদের খুব ভালো লাগছে”।