কাবা শরীফকে অবমাননায় কুলাঙ্গার রসরাজের বিচারের দাবি

    0
    219

    নাসিরনগরে পবিত্র কাবা শরীফকে নিয়ে কঠুক্তি করায় কুলাঙ্গার রসরাজের ফাসিঁর দাবিতে ধর্মপ্রাণ ‍মুসলমানের  মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,৩০অক্টোবরঃনাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস নামের এক কুলাঙ্গার পবিত্র কাবা শরীফ ব্যঙ্গ করে মুসলিম উম্মার হৃদয়ে রক্ত ক্ষরণ করেছে, প্রশাসনের কাছে আমাদের দাবী এই কুলাঙ্গার কে ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানায় তাকে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় এনে বিচার করা হোক, যাতে করে কোন লোক পরবর্তিতে এই ধরনের জঘন্য ঘৃনিত কাজ আর না করে।  আর প্রশাসন যদি এর বিচার যথাযথ না করে তা হলে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের দাবী আদায়ে ঐক্যবদ্ধভাবে রাজ পথসহ সারা দেশে এর প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। গতকাল নাসিরনগর উপজেলা সদরে কেলার মাঠে এক বিরাট প্রতিবাদ সমাবেশে এই দাবি করেছেন বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের আমীর ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরজাদা শাহসূফী আলহাজ্ব মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দীক।

    পবিত্র কাবা ঘরকে ব্যঙ্গচিত্র করায় ঈমানদার মুসলমান তওহিদী জনতা কুলাঙ্গারের শাস্তি দাবিতে নাসিরনগর সদর উপজেলায় একটি বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।  এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ,  আলেম ওলামাসহ হাজার হাজার তৌহিদী জনতা অংশ নেয়।  বক্তারা কুলাঙ্গার রসরাজ কে দৃষ্টান্ত মূলক শাস্তির দেওয়ার জন্য প্রশাসনের  প্রতি আহবান জানান।  এই বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়া তাহলে এর পরিনতি ভয়াবহ হবে।

    এছারা নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এডঃ মনিরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম হোসেন কুলাঙ্গার রসরাজ দাসকে দেশের প্রচলিত আইনের আওতায় এনে প্রশাসনিক ব্যবস্থা নিবেন বলে উপস্থিত মুসলিম তৌহিদী জনতাকে আশ্বস্ত করেন।