ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ততা,যুব সমাজের অবক্ষয় রোধের মাধ্যমঃলোদী

    0
    273

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০জানুয়ারীঃ যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা বিশেষ ভূমিকা পালন করে। একজন খেলোয়াড় বা ক্রীড়া সংশ্লিষ্টরা দেশ ও জাতির অহংকার, তারা বর্হিঃবিশ্বে দেশের মান-মর্যদা পরিচিতি সমুন্নত রাখেন। সুস্থ দেহ আর সুন্দর মনন গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলা অবশ্যই প্রয়োজন আছে বলে মনে করেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
    তিনি শুক্রবার নগরীর “দর্শন দেউড়ী স্পোটিং ক্লাব”র নব গঠিত কার্যনির্বাহী কমিটির “অভিষেক অনুষ্ঠানে” প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
    সমাজসেবী এম.এ.খান শাহীনের সভাপতিত্বে ও আশরাফ আরমানের স ালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবেে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি। ২৯ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মাধ্যমে ক্লাবের আনুষ্টানিক যাত্রা শুরু করা হয়। আল্লাহ আল নোমানের কোরআন তেলওয়াত-এর মাধ্যমে শুরু হওয়া অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট রুমান আহমদ, মিজানুর রহমান মিজান, সোয়েবুল কিবরিয়া, আলমগীর হোসেন, ক্লাবের সভাপতি রিমু খান, সিনিয়র সহ-সভাপতি এহসান আহমদ, অমিত খান সানী, সাধারণ সম্পাদক ওমর ফারুক জিহান, হাফিজুর রহমান মিনহাজ, ওমর ফারহান প্রমুখ।