চন্দ্রপাড়া দরবার শরীফের বাৎসরিক উরস শরীফ পালিত

    0
    313

    আমারসিলেট24ডটকম,০৭জানুয়ারীঃ চন্দ্রপাড়া দরবার শরীফের বাৎসরিক উরস শরীফ আজ বুধবার বাদ ফরজ আখেরী মোনাজাতের মধ্যদিয়ে পালিত হয়েছে।
    তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মেদ চন্দ্রপুরী নকশাবন্দি মোজাদ্দেদী (রহ:) পীর কেবলা জানের বেছালত উপলক্ষে গত মঙ্গলবার বাদ জোহর হইতে নামাজ, কোরআনখানী তোলাওয়াত, শেষে আজ বুধবার বাদ ফজর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন পীর সাহেবের আশেকান ও জাকেরানরা।

    পরে বর্তমান গদীনশীন পীর সাহেব সৈয়দ কামরুজ্জান চন্দ্রপুরী নকশাবন্দি মোজাদ্দেদী  তার জাকেরান মুরিদানদের নিয়ে আখেরী মোনাজাত করেন।
    অপরদিকে বেছালত দিবস উপলক্ষে গত কদিন ধরে দেশের বিভিন্নস্থান থেকে দরবার শরীফের হাজার হাজার আশেকান জাকেরান তাদের পীরের বাড়িতে বিভিন্ন যোগে আগমন করে। চন্দ্রপাড়া দরবার শরীফ থেকে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যায় জাকেরানদের।

    তীব্র শীতেও জাকেরানরা ভাই ভাই ঐক্য সেতুতে সারারাত বিভিন্ন ধর্মীয় ইবাদাত বন্দেগিতে মশগুল থাকে। হাজার হাজার আশেকান জাকেরানের আখেরী মোনাজাতে দরবার শরীফের প্রতিটি কানায় কানায মুখরিত হয়ে উঠে চন্দ্রপুরী পীর সাহেবের ধ্বনি। অশ্র“র দাগও কাটে বেছালত হুজুর পাকের জন্যে।

    দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহর জন্যও করা হয় দোয়া। জাকেররানদের নিরাপত্তা দিতে পুরো সময়জুড়ে ব্যস্ত থাকে সদরপুর উপজেলা আইন শৃঙ্খলা বাহিনী।প্রেস বিজ্ঞপ্তি।