চুনারুঘাটের খিলবামইয়ের সুন্নী সম্মেলন সম্পন্ন

    0
    224

    এস.এম সুলতান খান: চুনারুঘাটের খিলবামই আহমদীয়া সুন্নীয়া যুব সংঘের উদ্যোগে ৪র্থ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন সুন্নী মহা সম্মেলন ২০১৫ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বাদ আছর হতে রাত্র ১ ঘটিকা পর্যন্ত স্থানীয় খিলবামই জামে মসজিদ সংলগ্ন মাঠে মাওলানা ওয়াহিদুর রহমান মানিকের সভাপতিত্বে ও ছামিউল হাসান (ইমন), ফরিদ আহমদ এবং ক্বারী জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন আলহাজ্ব মাওলানা হাফেজ ওয়ালি উল্লাহ আশেকী, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন মুফতি আবু ছাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ, হবিগঞ্জ, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খাঁন রাব্বানী, প্রিন্সিপাল, হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসা, অধ্যক্ষ মোহাম্মদ ফারুক মিয়া, মাওলানা আব্দুল আলী সাহেব, শ্রীমঙ্গল, প্রভাষক মাওরানা আব্দুল মুকিত, মুফতি বদরুর রেজা সেলিম, মাওলানা মোশাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান মানিক, হাফেজ শাহেদ আহমদ।

    অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হাফেজ আব্দুল মুক্তাদির, হাফেজ আব্দুর রকিব, ক্বারী সাইফুল ইসলাম। সভায় বক্তাগণ বলেন, ১০ই মহররম পবিত্র আশুরার দিন হযরত হোসাইন (রাঃ) যেইভাবে মুনাফিক বেঈমান এজিদের হাতে সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছিলেন সেই কারবালার হোসাইনী ইসলামের চেতনায় সকল সুন্নী মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।