চুনারুঘাটে টাসকো ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-১

    0
    708

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৫সেপ্টেম্বরঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শ্রীকুটা কালাপুর নামক স্থানে বড় ব্রীজে যন্ত্র দানব টাসকো গাড়ীর সাথে সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী মোঃ ছোলেমান খান বাচ্চু (৪৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সরেজমিনে জানা যায়,  গতকাল ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে মরণফাঁদ হিসাবে পরিচিত চুনারুঘাট উপজেলার শ্রীকুটা কালাপুর নামক স্থানে বড় ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।

    দূর্ঘটনায় নিহত মোঃ ছোলেমান খান বাচ্চু চুনারুঘাট উপজেলার পৌরসভার মধ্য গোগাউড়ার পালিত বাড়ীর মৃত জহুর আলী মাস্টারের ছেলে। এলাকাবাসী জানায়, নিহত কাঠ ব্যবসায়ী বাচ্চু পাওনা টাকা আনার জন্য সিএনজি যোগে চুনারুঘাট হইতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের উদ্দেশ্যে যাওয়ার পথে (আইরিন এন্ড সুমাইয়া পরিবহন সিএনজি গাড়ী নং- হবিগঞ্জ-থ-১১-৬৪০৭) শ্রীকুটা কালাপুর নামক স্থানে বড় ব্রীজে আসা মাত্রই অন্য একটি সিএনজি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে অপর দিক থেকে দ্রুত গতিতে আসা টাসকো গাড়ী (চট্ট মেট্টো-প-১১-১৭৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়ীটি দুমরে মুছরে যায়।

    এতে ঘটনাস্থলেই বাচ্চুর মৃত্যু হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার এ.এস.আই জিয়াউর রহমান ঘটনাস্থলে এসে বাচ্চুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেন। ঘাতক টাসকো গাড়ী এবং সিএনজি গাড়ীর চালক ঘটনাস্থল থেকেই পলাতক রয়েছে। নিহত বাচ্চুর বাড়ীতে গিয়ে দেখা যায় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েছেন। এদিকে বিকাল ৫টায় বাচ্চুর নিজ বাড়ী চুনারুঘাট পৌরসভার মধ্য গোগাউড়া পালিত বাড়ীতে নামাযের জানাযা অনুষ্ঠিত হয়েছে।

    নিহত বাচ্চুর জানাযা পড়ান পৌরসভার দক্ষিণ গোগাউড়া জামে মসজিদের ইমাম আলহাজ্ব মৌলানা মঈনুল ইসলাম চৌধুরী। নিহত বাচ্চুর জানাযার নামাজে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরের ভাতিজা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, বিশিষ্ট শিল্পপতি মোঃ কাউসারুল গণি, এলাকার বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব আরজু মাস্টার ও অলি মিয়া তালুকদার, আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মোহাম্মদ আকরামুল ইসলাম, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম, চুনারুঘাট সিসিটিএন এর পরিচালক মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্কাছ আলী মন্ডল, ৬নং চুনারুঘাট সদর ইউপির ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাহেব আলী, রাণীগাঁও মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, মোঃ শাকিল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট মুরুব্বী, সাংবাদিক, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, যুবকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ ছোটবড় সকলেই উপস্থিত ছিলেন।

    জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত কাঠ ব্যবসায়ী বাচ্চুর ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও বহুগুণগ্রাহী রেখে গেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।