চুনারুঘাটে লীল বাহিনীর প্রধান সহ গ্রেফতার-২

    0
    206

    আমারসিলেট24ডটকম,১৯অক্টোবর,এস,এম,সুলতান খান চুনারুঘাটে লুট পাটের মামলা সহ ২৫টি মামলার প্রধান আসামী লীল বাহিনীর প্রধান লীল মিয়া (৪৫) সহ পৃথক অভিযানে দুই দুর্বৃত্তকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ৯.০০টার দিকে থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কোটা গ্রামে অভিযান চালিয়ে লীল বাহিনীর প্রধান লীল মিয়াকে গ্রেফতার করে। গতকাল রবিবার লীল মিয়াকে জেল হাজতে প্রেরণ করেন।

    উল্লেখ্য যে, গত ১৮/০৯/২০১৪ইং তারিখে বড়কোটা বাজারে তাউশী গ্রামের হারুন মিয়ার দোকানে লীল মিয়া সহ তার লোকজন হামলা, ভাঙ্গচুর ও লুটপাট করে। এ হামলায় আবু মিয়া চৌধুরীসহ অন্ততঃ ৫ জন আহত হয়। এ ঘটনায় গত ২৭/০৯/২০১৪ইং তারিখে লীল বাহিনীর প্রধান লীল মিয়াকে প্রধান আসামী করে ২২ জনের বিরুদ্ধে হারুন উর রশিদ চৌধুরী বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। লীল মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানা সহ বিভিন্ন স্থানে প্রায় ২৫টি মামলা রয়েছে। মামলার মধ্যে জি,আর-২১৫, সি,আর-৭৩, এন,জি,আর- ০৬, সি,আর- ৭৮, সি,আর- ০৮, জি,আর- ৭৮, জি,আর- ৭০, জি,আর- ২২৪, অপর দিকে পুলিশ এসল্ট মামলার আসামী, বি,জি,বির সোর্স সহ একাধিক বন মামলার পলাতক আসামী আব্দুর রহিম (৪০)কে চুনারুঘাট থানার এস,আই কবির মিয়া সহ একদল পুলিশ শনিবার রাত ৯.৩০ ঘটিকার দিকে উপজেলার আলীনগর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গতকাল তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।