জঙ্গিদের যেভাবে বিচার হয় সেভাবেই তাকে শাস্তি পেতে হবে

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া যা করছেন তা রাজনীতি নয়, জঙ্গিবাদ। জঙ্গিদের যেভাবে বিচার হয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সেভাবেই বিচার হবে। সেভাবেই তাকে শাস্তি পেতে হবে।

    বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের চিকিৎসার অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি নেত্রীকে মানুষ হত্যা করার লাইসেন্স কেউ দেয়নি। দুই বছরের শিশুর ওপরও বোমা হামলা হয়েছে। দগ্ধ হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে। আর তিনি গুলশানে আরাম-আয়েশে থেকে মানুষ পোড়ানোর হুকুম দিয়ে যাচ্ছেন। এটা সরকার কোনোভাবেই মেনে নেবে না। জঙ্গিবাদের শাস্তি সেভাবে হয় আমরা তার সেভাবেই শাস্তির ব্যবস্থা করব।”

    জামায়াতে ইসলামী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “তাদের এটাই চরিত্র। স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই তারা একই ধরনের সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে আসছে। এখনো চালাচ্ছে।”

    জামায়াত-বিএনপিকে জঙ্গি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গি কর্মকাণ্ডের হুকুমদাতা, অর্থ যোগানদাতা ও যারা করছে-আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে বিচার হয় সেভাবেই তাদের বিচার হবে। যাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব নেই তাদের সঙ্গে কোনো আলোচনা নয়।’

    বিএনপি-জামায়াতের সংবাদ প্রচার বন্ধের আহ্বান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘জামায়াত-বিএনপি জঙ্গি দল, আপনারা কেন তাদের নিউজ প্রচার করেন। তাদের নিউজ প্রচার না করলে কি টেলিভিশন চলবে না? আমি বেসকারি টেলিভিশনের অনুমোদন দিয়েছি।’

    সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আপনারা জল্লাদদের নিউজ কাভারেজ দেয়া বন্ধ করুন, দেখবেন তারা সহিংসতা কমিয়ে দিয়েছে।’

    বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে সহিংসতায় পেট্রোলবোমায় দগ্ধদের দেখতে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী। এ সময় হতাহত ৬৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। অগ্নিসংযোগ বা পেট্রোল বোমায় দগ্ধ প্রত্যেককে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেন শেখ হাসিনা।ইরনা