জঙ্গি দমনের নামে বিনা বিচারে হত্যাঃজনমনে প্রশ্নের সৃষ্টি?

    0
    178

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১০অক্টোবরঃজঙ্গি দমনের নামে বিনা বিচারে হত্যা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেছেন, সরকার জঙ্গি দমনের নামে আইনবহির্ভুতভাবে অভিযান পরিচালনা করছে। সরকার কোন উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে জঙ্গিদের বিনা বিচারে হত্যা করছে তা নিয়ে জনগণের মনে সন্দেহ ও প্রশ্ন সৃষ্টি হচ্ছে।
    সোমবার ঢাকা আইনজীবী ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক শোকসভায় এসব কথা বলেন ফখরুল। সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম  হান্নান শাহ’র স্মরণে ওই শোকসভার আয়োজন করা হয়।

    মির্জা আলমগীর বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী একজন জঙ্গিকেও জীবিত উদ্ধার করতে পারেনি। বিএনপি চায় আইনের মাধ্যমে জঙ্গিদের বিচার হোক।

    তিনি বলেন, বর্তমানে গণতন্ত্রকে সরকার বিপন্ন করছে। এটা বিএনপির দুর্বলতা নয়, জাতির জন্য ক্ষতিকর।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির আইন বিষয় সম্পাদক সানাউল্লাহ মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী, জয়নুল আবেদীন মেজবাহ, তাহেরুল ইসলাম তৌহিত প্রমুখ।এন বার্তা