জাতীয় আদিবাসী পরিষদকে কম্বল হস্তান্তর করলেন “হুইসেল বাংলাদেশ”

    0
    209

    “একটি কম্বল, একটি জীবন” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আদিবাসী পরিষদকে ৪৫০ পিচ কম্বল হস্তান্তর করলেন হুইসেল বাংলাদেশ”

    আমারসিলেট24ডটকম,১৩জানুয়ারীঃ আজ ১৩ জানুয়ারি ২০১৫ তারিখ সকাল ১১ টায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই কম্বল হস্তান্তর কর্মসূচি পালন করা হয় । কম্বল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্র্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাজাহান, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগরের সভাপতি সুমিলা টুডু, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাস চন্দ্র হেমব্রম,আদিবাসী নারী পরিষদ রাজশাহী জেলার সভাপতি খ্রিষ্টিনা পাহাড়ীয়া, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি হেমন্ত মাহাতো, রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক অজিত কুমার মুন্ডা, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আপেল কুমার মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী পুঠিয়া থানার সভাপতি অজিত তির্কি, আদিবাসী নেতা হুরেন মুর্মূ প্রমূখ।

    কম্বল হস্তান্তর কর্মসূচির প্রথম দিনেই রাজশাহী জেলার দুস্থ ও গরিব আদিবাসী নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    উল্লেখ্য, হুইসেল বাংলাদেশ “এক বাঁশিতেই বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সারা দেশে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের জনসেবা মূলক কাজ করে যাচ্ছে।