জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির বিক্ষোভ

    0
    211

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮নভেম্বরঃ আজ গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ- বাগদাফার্মের আদিবাসী ও বাঙ্গালিদের উপর রংপুর চিনিকল ও পুলিশের হামলা, মামলা, লুটপাট, খুন, উচ্ছেদ ও হয়রানির প্রতিবাদে এবং নায্য বিচারের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটি উদ্দোগে বিক্ষোভ মিছিল ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন সমাবেশ রাজশাহীতে সাহেব বাজার জিরোপয়েন্টে সকাল ১১ টায় সময় অনুষ্ঠীত হয়।

    জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার এর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডী, খ্রীস্টিনা বিশ্বাস, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক অন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেুলা যুগ্ম-আহ্বায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, সাধারণ সম্পাদক নকুল পাহান প্রমূখ।

    সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলা সভাপতি এনামুল হক, জনউদ্যোগ রাজশাহীর সমন্বয়ক জুলফিকার আহমেদ গোলাপ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস, বাংলাদেশ যুব মৈত্রী রাজশাহী জেলা সভাপতি মনিরুজ্জামান মনির, ব্রতী’র প্রধান সমন্বয়কারী শশাঙ্ক বরণ রায়,হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম, রাজশাহী প্রমূখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক প্রদীপ এক্কা, গোদাগাড়ী উপজেলা সভাপতি নন্দলাল টুডু, তানোর থানা সভাপতি কর্নেলিউস মার্ডি, গোদাগাড়ী পারগানা পরিষদের পারগানা রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা যুগ্ম-আহ্বায়ক হুরেন মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক দুলাল চন্দ্র মাহাতো প্রমূখ।

    পরবর্তী কর্মসূচী আগামী ৬ ডিসেম্বর ২০১৬ জেলায় জেলায় সংহতি সমাবেশ ও মোমবাতি প্রজ্জলন করা হবে। বক্তরা বলেন, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দানি জানান। বাপ -দাদার সম্পওি ফেরত দিতে হবে।

    মানববন্ধন সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজশাহীর জিরোপয়েন্ট থেকে শুর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গণকপাড়া মোড়ে এসে শেষ হয়।