জাতীয় শোক দিবস উপলক্ষে জৈন্তাপুর যুবলীগের দোয়া মাহফিল

    0
    227

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৬ আগষ্ট বুধবার জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ১৫ই আগষ্ট জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার একমাত্র যোগ্য উত্তরসূরী ছিলেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার হাত ধরে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে প্রধানমন্ত্রী গৃহীত কর্মকান্ডে সহযোগিতার অনুরোধ জানান। জেলা যুবলীগের নেতৃত্বে প্রতিটি উপজেলায় মডেল যুবলীগ গঠনে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। প্রধান আলোচকের বক্তব্য সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামিম আহমদ বলেন, ১৫ই আগষ্ট পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গুরুত্বপূর্ণ স্মতিচারন করেন।
    গতকাল ২৮ আগষ্ট বুধবার বিকল ৫টায় জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন ও শাহীনুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, জেলা যুবলীগ নেতা আব্দুল হাকিম শামিম, আনোয়ার আলী, শামস্ উদ্দিন সামস্, শাহিন আহমদ, সাজলু লস্কর, লোকমান আহমদ, শাহিনুজ জামান শাহিন, ফারুক আহমদ সুমন, কোম্পানিগঞ্জ যুবলীগ সদস্য সোহেল আহমদ, যুবলীগ নেতা মহি উদ্দিন, কানাইঘাট উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুক উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বাদশাহ মিয়া, এবাদুর রহমান, সাইফুল ইসলাম, রাসেল আহমদ, সুমন আহমদ, জালাল উদ্দিন, নিক্সন রায়, সুলতান মাহবুব টিটন, আব্দুল খালিক, আজির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আমিন আহমদ, রুবেল শরিফ, শামিম আহমদ, সেলিম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহিন আহমদ, জাহিদুল ইসলাম, শরিফ আহমদ, মামুন আহমদ, মাহবুবুর রহমান সবুজ, মনসুর আহমদ, রুবেল আহমদ প্রমুখ।