জুড়ীতে ৫ কোটি টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোবধন

0
212

“স্থানীয়রা কাজের প্রতি খেয়াল রাখবেন। কোন অনিয়ম হলে প্রশাসনকে জানাবেন।”

আফজাল হোসেন রুমেল,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে ৪.৯৫ কোটি টাকা ব্যয়ে জুড়ী নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।

উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে ‘জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী নদীর বামতীর গৌরীপুর এলাকায় নদীর তীর সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় পৃথক দুই প্রকল্পের মাধ্যমে উক্ত কাজের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট থেকে কাজের বরাদ্ধ দেয়া হয়েছে। কাপনাপাহাড় এলাকায় আরো ৫ কোটি টাকার কাজ চলছে। এখানে কাজে দুর্নীতির কোন সুযোগ নেই। স্থানীয়রা কাজের প্রতি খেয়াল রাখবেন। কোন অনিয়ম হলে প্রশাসনকে জানাবেন। গৌরীপুর এলাকাসহ নদীর অন্যান্য ভাঙ্গন গুলো পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার-এর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক সোনা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,সহ সভাপতি আহমদ কামাল অহিদ,সায়রুল আলম প্রমুখ।