জুড়ী উপজেলা নির্বাচনে দ্বীমুখী লড়াইয়ের সম্ভাবনা

0
42
জুড়ী উপজেলা নির্বাচনে দ্বীমুখী লড়াইয়ের সম্ভাবনা

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ বারের ন্যায় জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন।
এদিকে শেষ মুহূর্তে নিজেদের পক্ষে ভোটার টানতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। তবে ভোটারদের কাছে এবারের নির্বাচনে ৩ পদে ৬ জন প্রার্থীই আছেন আলোচনায়। নির্বাচনে কে হাসবেন বিজয়ের হাসি তা দেখার অপেক্ষায় সাধারণ জনগন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরজমিন গিয়ে ভোটারদের সঙ্গে আলাপকালে শেষ মুহূর্তে ৩ পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন বলে জানা যায়।

এরমধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি আলোচনায় আছেন। ভাইস চেয়ারম্যান পদে সিলেটের ফুলতলী পীরের আঞ্চলিক সংগঠন আঞ্জুুমানে আল ইসলাহর জুড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা ভোটারদের আলোচনার কেন্দ্রে আছেন।

ওই ৬ জন ছাড়াও এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমেরিকা প্রবাসী কবির উদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু দাস, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন। কবির উদ্দিনের বড়ভাই আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন ডামি প্রার্থী হিসাবে নির্বাচনে আছেন।  ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ব্যবসায়ী মোয়াজ জাকারিয়া শিবলু ও শামীম আহমেদ, উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সদস্য সচিব রুবেল আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় থাকা দুই প্রার্থী ছাড়াও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম প্রতিদ্বন্দ্বিতা করছেন।