জুড়ী থানার ওসি পুলিশ লাইনে প্রত্যাহার

    0
    234

    হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল আহমদকে প্রত্যাহার করা হয়েছে। সিলেট বিভাগীয় পুলিশ কমিশনারের নির্দেশে তাকে মৌলভীবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়।

    পুলিশের একাধিক নির্ভর যোগ্য সুত্র জানায়, গত ২১ জুলাই শনিবার সিলেট পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশে জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল আহমদকে মৌলভীবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। ২২ জুলাই রোববার এই চিঠি জুড়ী থানায় এসে পৌঁছায়।

    সুত্র আরও জানায়, সম্প্রতি জুড়ীতে একটি পুলিশ অ্যাসল্ট মামলা নিয়ে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে পুলিশী তদন্ত রিপোর্ট জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল আহমদের বিরুদ্ধে গেলে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়।

    প্রত্যাহার প্রসঙ্গে জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল আহমদ জানান, মুলত জুড়ি থানায় দায়িত্ব পালনে তাঁর ২ বছর পুর্ন হয়েছে। তাই পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।