জৈন্তাপুরে টাকাসহ মালামাল লুঠ আহত-৪ঃঅভিযোগ দায়ের

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭মে,রেজওয়ান করিম সাব্বিরঃ সিলেটের জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর হামলা করে নগদ টাকা সহ মালামাল লুঠের ঘটনায় অভিযোগ দায়ের। এ ঘটনায় ৪জন আহত হয়েছে।

    অভিযোগ সূত্রে জানাযায় গত ১৫মে দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের রাস্তার পাশ্বের হেলাল ভেরাইটিজ ষ্টোরে হামলা চালিয়ে দোকান ঘর ভাংচুর সহ মালামাল লুঠের ঘটনা ঘটে। এঘটনায় অন্তত নগদ ২লক্ষ টাকা, ১টি স্বর্ণের চেইন, কম্পিউটার সহ ৩লক্ষ টাকার মালামাল লুঠেনেয় দৃবৃত্তরা।

    এদিকে তাদের আত্ম-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দৃবৃত্তরা চলে যায়। এলাকাবাসী দোকান মালিক আব্দুল মতিন(৫৫), আজাদ হোসেন(২৪) হেলাল আহমদ(২১), ফরিদা খাতুন(৪৩) আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। আহতদের মধ্যে আজাদ সাময়িক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেলেও গুরুত্বর ৩জন জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    এদিকে গতকাল ১৬ মে শনিবার হামলা, মারপিট, নগদ টাকা সহ মালামাল লুঠের ঘটনায় শুকইনপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আব্দুল মতিন বাদী হয়ে ফরফরা গ্রামের কুদরত উল্লাহ ছেলে মোঃ নাছির আহমদ(২৫), মৃত মরতুজ আলীর ছেলে সায়েল আহমদ(২৪), মৃত তরিক উল্লাহর ছেলে কামাল আহমদ(২২)মুছা মিয়ার ছেলে জুয়েল আহমদ, রহিম উল্লার ছেলে ইলিয়াছ আহমদ(২০), সাদিক আহমদ(১৯), কুদরত উল্লাহর ছেলে জসিম(২২), জাকারিয়া(২০), মুছা মিয়ার ছেলে সোহেল আহমদ(২২), মৃত বারমত আলীর ছেলে পাকি মিয়া(৪৫), পাকি মিয়ার ছেলে এমরান আহমদ (২০), আব্দুল্লাহর ছেলে ফখরুল ইসলাম(১৩), রহিম উল্লাহর ছেলে সিরাজ আহমদ(২৫), মৃত রইচ আলীর ছেলে কালিম আহমদ(২০), সাহাব উদ্দিনের ছেলে আবজাল(১৯), মকবুল আলীর ছেলে মুছা মিয়া(৫৫), রিয়াজ উল্লাহর ছেলে জয়নাল(১৮) নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করে।

    এবিষয়ে অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক জানান- অভিযোগ পেয়ে তদন্তের জন্য এস আই আব্দুল মান্নানকে নিযুক্ত করা হয়েছে। এবিষয়ে তদন্তকর্মকর্তা এস.আই আব্দুল মান্নান জানান- আমার নিরপেক্ষ তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গিয়াছে। বর্তমানে অভিযোগটি মামলা হিসাবে রেকডের  প্রক্রিয়াধীন  আছে।