জৈন্তাপুরে শ্রীপুর পাথর কোয়ারীর পাড় ধসে শ্রমিকের মৃত্যু

    0
    236

    ব্যবসায়ীরা শ্রমিকের মৃত্যুর সংবাদ গোপন রেখে লাশ দাফন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯ডিসেম্বর,রেজওয়ান করিম সাব্বির:সিলেটের জৈন্তাপুর শ্রীপুর কোয়ারীর পাড় ভেঙ্গে এক শ্রমিকের মৃত্যু হয়। বিষয়টি পুলিশ প্রশাসন ও মিডিয়ার চোখে গোপন রেখে কৌশলে লাশ দাফন।

    জানাযায় গত ২৮ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারীর মোঃ রফিক আহমদ উরফে আইনজীবী রফিকের গর্তের পাড় ভেঙ্গে এক পাথর শ্রমিক গুরুত্বর আহত হয়। নিহত শ্রমিক হল জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া খলা গ্রামের মৃত রুসন আলীর ছেলে মোঃ আজব আলী(৫৫)।

    স্থানীয় সূত্রে জানায় ব্যবসায়ী ও অন্যান্য শ্রমিকরা মিলে গর্তে হতে চাপা পড়া আজব আলীকে উদ্ধার করে থানা পুলিশ ও সংবাদ মাধ্যমের চোঁখ ফাঁকি দিয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

    এদিকে আজব আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই সে মৃত্যু বরন করে বলে উদ্ধারকারীরা জানান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক অজ্ঞাত ফোনের কারনে মৃত ব্যক্তিকে সিলেটে রেফার্ড করে। পরে স্বজনরা আজব আলীকে বাড়ীতে নিয়ে যান কোন প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই বুধবার সন্ধ্যায় লাশ দাফন করেন।

    এবিষয়ে জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন জানান- শুনেছি গর্তের পাড় ধষে এক পাথর শ্রমিক আহত হয়েছে। পড়ে স্থানীয়রা উদ্ধারকের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে রেফার্ড করে। পরে সিলেট যাওয়ার পথে তার মৃত্যু হয়।

    এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- শ্রীপুর পাথর কোয়ারীর শ্রমিকের মৃত্যুর বিষয়ে কেউ আমাকে কিছু জানাননি।