ট্রেনের টিকেট কেলেংকারি রুখতে আসছে নতুন কৌশল!

    0
    221

    আমারসিলেট24ডটকম,২৮মেঃ শুরু থেকে আজ পর্জন্ত বাংলাদেশ রেলওয়ের আসনের চেয়ে যাত্রীর সংখ্যা বেশিই থাকে।তাই সব রুটের ট্রেনেই অতিরিক্ত যাত্রীর ভিড় একট নিয়মিত চিত্র। উৎসব, ছুটিরআগে বা পরিবহণ ধর্মঘট হলে ট্রেনের সীট মিলানোটা একেবারেই কঠিন। প্রতিটি স্টেশনেই চাহিদারতুলনায় টিকিট কম, তাও আবার সবগুলো সরাসরি কিনতে পারে না যাত্রীরা। ফলেঅহরহই হচ্ছে টিকেট কালোবাজরি। আর ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে এবার নেয়াহচ্ছে বেশ কয়েকটি কৌশল। টিকিটের গায়ে প্রিন্ট করা থাকবে যাত্রীর নাম এবংফোন নম্বর।

    টিকিট কারা কিনছে তা দেখতে কাউন্টারগুলোতেও থাকবে সিসিক্যামেরা। আবার আগাম টিকিট কেনার সময় ১০দিন থেকে কমিয়ে ৫ দিন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।সিলেট, শ্রীমঙ্গল রংপুরসহ অনেক এলাকাতে টিকিট কালোবাজারিদের দৌরাত্বে অতিষ্ঠ যাত্রীরা।অভিযোগ আছে, টিকিটকালোবাজারিদের সঙ্গে সম্পর্ক আছে রেলের কর্ম চারীদের। তাই কালোবাজারি ঠেকাতেকার্যকর কিছুই করছে না এ সংস্থাটি। বাংলাদেশের সব ট্রেনে আসন আছে প্রায় দেড় লাখেরমতো। কিন্তু চাহিদা অনেক বেশি, টিকিট বিক্রি হয় দুই লাখের বেশি। টিকিটেরচেয়ে যাত্রী বেশি হওয়ার সুযোগে দেদারসে কালোবাজারি হচ্ছে বলেই সূত্রের ধারনা।