ট্রেনে আসন বৃদ্ধিও টিকিট কালোবাজারী রোধে মানববন্ধন

    0
    194

    আমারসিলেট24ডটকম,০৮ডিসেম্বর,জি,এম,সাইফুলঃ সকল আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, টিকিট কালোবাজারী রোধ,সিলেট-ঢাকা, ও চট্টগ্রাম রেলরুটে বিলাসবহুল ট্রেন চালু, পুরাতন ইঞ্জিন ও বগি পরিবর্তন সহ  ৮ দফা দাবিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেল ষ্টেশনে  মানববন্ধন  করেছে সচেতন জনতা।

    আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্টেশন চত্বর সহ রেল লাইনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
    বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি (বিসিআরএস) শ্রীমঙ্গল উপজেলা শাখার ব্যানারে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকাালে বক্তব্য রাখেন, বিসিআরএস’র শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আবু সোলায়মান চৌধুরী মুন্না, আইন সহায়তা কেন্দ্র শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আফসার আহমেদ সফদর, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহরলাল তরফদার,  দৈনিক খোলাচিঠি সম্পাদক সরফরাজ আলী বাবুল,সাংবাদিক বিকুল চক্রবর্তী,কাওসার ইকবাল সুজন সম্পাদক, শিক্ষিকা রাশেদা বেগম ও সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

    তরুন রায়ের সার্বিক সহযোগিতায় উপস্থাপনা করেন লুৎফুল হক।মানববন্ধন থেকে আগামী ১ মাসের মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয় আজকের মানব্বন্ধন থেকে।