তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমানের মামলার শুনানি শেষ

    0
    177
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০জানুয়ারীঃ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের আবেদনের ওপর মঙ্গলবার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। তবে মামলাটি রায়ের জন্য দিন ধার্য না করে অপেক্ষমান রেখেছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন।
    ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর নগরীর কাফরুল থানায় এই মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডা. জোবাইদা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। পরে এই মামলায় গত বছরের এপ্রিল মাসে দুদকের পক্ষভুক্তির আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। জোবাইদা রহমানের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।সুত্রঃইত্তেফাক