তেল-গ্যাস-খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দেয়ার

    0
    189

    “প্রতিশ্রুতি দিয়ে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এসেছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তেল-গ্যাস-খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এসেছিল বলে দাবি করেছেন।

    শনিবার বিজয় দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় দেশের প্রধানমন্ত্রী এ দাবি করেন।

    প্রধানমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে সেই প্রস্তাব দিয়েছিল। আমি এতে রাজি না হয়ে সেখান থেকে বেড়িয়ে আসি। খালেদা জিয়া থেকে যান। এতে তারা খুশি হন। ২০০১ সালে খালেদা জিয়াকে ক্ষমতায় বসানো হয়। প্রস্তারে রাজি না হওয়ায় আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসতে পারেনি।

    এর আগেও প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় এ দাবি করেছেন। আজ তিনি ২০০১ সালের নির্বাচনের আগমুহূর্তের একটি ঘটনার উল্লেখ করে বলেন, ‘ঠিক নির্বাচনের আগমুহূর্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এ দেশে আসেন প্রতিনিধি হয়ে। তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান। তার বাড়িতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট-সেক্রেটারি এবং বিএনপির প্রেসিডেন্ট-সেক্রেটারিকে দাওয়াত দেয়া হয়।’

    ‘সেখানে আমি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং বিএনপির খালেদা জিয়া ও মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া যাই। সেখানে আমাদের লাঞ্চের আয়োজন হয় এবং সেখানে এই কথা আলোচনা হয়। আমি স্পষ্টভাবে বলে আসি, আমি দেশের মানুষের সম্পদ ক্ষমতার লোভে বিক্রি করব, সেই বাবার মেয়ে আমি না। আমি চলে আসি।’

    প্রধানমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়া থেকে যান। জিমি কার্টার খুশি হন। এবং সেখানে বসে তাদের চুক্তি হয়েছে। ছবি আছে, পত্রিকায় এসেছিল।’

    শেখ হাসিনা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। এর পর ৭১ এর স্বাধীনতা বিরোধীদের নিয়ে ক্ষমতা ভাগ বটোয়ারা করে।

    তাকে বঙ্গবন্ধুই মেজর জেনারেল ও বীর উত্তম উপধী দিয়েছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

    আওয়ামী লীগের সভাপতি বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে আন্দোলন করে সরকার উৎখাতের ঘোষণা দেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে নাকেখত দিয়ে মামলায় হাজিরা দেন এবং বাসায় ফিরে যান।

    শেখ হাসিনা বলেন, যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, জনগণ তাদেরকে প্রত্যখ্যান করেছে। তাদেরকে পুনরায় ভোট দেবে সেটা আমার মনে হয় না। আমার বিশ্বাস জনগণ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে।

    প্রধানমন্ত্রী  আরও বলেন, আমি আশা করবো, স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ আওয়ামী লীগের পক্ষে আছেন এবং পুনরায় ভোট দিয়ে আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখবেন।নতুন বার্তা