দু’দফা প্রচণ্ড ভূমিকম্পে নেপালে অন্তত ১৪৫৭ জন নিহত

    0
    238

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫এপ্রিলঃ নেপালে আজ শনিবার পরপর দু’দফা প্রচণ্ড ভূমিকম্পে অন্তত ১৪৫৭ জন নিহত  হয়েছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯ এবং আফটার শক নামে পরিচিত পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। এ ছাড়া, আরো কয়েকটি আফটার শক আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পের উৎস নেপালের পোখরা থেকে ৭৫ কিলোমিটার দূরের লামজুংয়ে। ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প হয়েছে।

    একই সঙ্গে এ ভূমিকম্পে বাংলাদেশে নিহত ৩, ভারতে নিহত-৪১,তিব্বতে-১২ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। নেপালের ভূমিকম্পের জেরেই কেঁপে উঠেছে সমগ্র অঞ্চল।

    ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমান্ডুর বিখ্যাত দারাহারা  বা ভীমসেন টাওয়ার ধ্বংস হয়ে গেছে। ১৮৩২ সালে নির্মিত নয় তলা এ টাওয়ারটির উচ্চতা ছিল ৬১.৮৮ মিটার। বিধ্বস্ত টাওয়ারে অন্তত ৫০ জন আটকা পড়েছে।

    এদিকে নেপালের ভূমিকম্পে এভারেস্ট পবর্তে ধস নামার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর কাঠমন্ডু বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

    এর আগে ১৯৩৪ সাল ৮.৩ মাত্রার ভূমিকম্পে নেপালে সাড়ে আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।