নড়াইলে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে ভৈররী যোগেশ্বরী ভবনের উদ্বোধন

0
16
নড়াইলে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে ভৈররী যোগেশ্বরী ভবনের উদ্বোধন

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি: নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে“ ভৈররী যোগেশ্বরী ভবন ” এর উদ্বোধন ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি ভারত এর পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুড় মঠ , রামকৃষ্ণ মঠ ও মিশন এর জেনারেল সেক্রেটারী শ্রীমৎ স্বামী সুবীরানন্দজী মহারাজ।
ধর্মসভায় স্বাগত বক্তব্য রাখেন নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।
নড়াইল রামকৃষ্ণ মিশন এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের কর্মকর্তা,রামকৃষ্ণের বিপুল সংখ্যক ভক্ত এ সময় উপস্থিত ছিলেন।