নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরলেন নবম শ্রেণীর ছাত্র!

0
12
নদীতে গোসল করতে নেমে লাশ হয়ে ফিরলেন নবম শ্রেণীর ছাত্র!

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে ৯ম শ্রেণীর ছাত্র আসমাউল মীরের মৃত্যু হয়েছে। নিখোঁজের ২০ ঘন্টা পর বুধবার (২৬ জুন-২০২৪) বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিঃ দুরে সদরের আউড়িয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। দুপুরে তার দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, গত ২৫ জুন (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র আসমাউল মীর সহ তিন বন্ধু মিলে চিত্রা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে তিনবন্ধু মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এসময় আসমাউল তার প্যান্টে কাঁদা লেগে থাকায় পুনরায় নদীতে নামে। এরপর সে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর তার বন্ধুরা আসমাউলকে না পেয়ে নদীতে খোজাঁখুজি করে।
এলাকাবাসী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স নড়াইলে খবর দিলে খুলনা থেকে ডুবুরী দল এসে বিকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তার সন্ধান মেলেনি। পরদিন (বুধবার ২৬ জুন) আউড়িয়া এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।