নড়াইলের লোহাগড়ার ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড  

    0
    227

    জামাই-শ্বশুর জেল হাজতে

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ফেব্রুয়ারী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা’র হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে পন্ড হয়ে গেছে। বাল্য বিয়ের দায়ে জামাই ও শ্বশুরকে ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

    ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের তৈলক্ষ্যপাড়ার আজিজার মল্লিকের মেয়ে স্থানীয় আলিয়া মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী শাহানারা খানম (১৪)’র সাথে নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের শাহীদুর রহমানের ছেলে মামুনুর রহমান সুমন (২৩)’র সাথে শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল।

    বাল্য বিয়ের খবর পেয়ে শুক্রবার বিকালে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেন এবং বাল্য বিয়ের দায়ে জামাই মামুনুর রহমান সুমন ও কনের পিতা আজিজার মল্লিককে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।