নড়াইলে যুবলীগ নেতার করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান

    0
    198

    জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের কালিয়া নড়াগাতির মানুষের চিকিৎসা সেবার জন্য কেন্দ্রীয় যুবলীগ নেতা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য কাজী সরোয়ার হোসেনের পক্ষ থেকে করোনা ভাইরাস টেষ্ট কিট, থার্মা স্কিনার সার্জিক্যাল পিপিই প্রদান করা হয়েছে আজ বৃহস্পতিবার কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল মল্লিকের  হাতে কালিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের জন্য ৫০ করোনা টেষ্ট কীট, ১টি থার্মা স্কানার   পিপিই তুলে দেন কাজী সরোয়ার হোসেনের বড় ভাই সাবেক সেনা কর্মকর্তা অ্যাডঃ কাজী নাফিউল মজিদ সময় কিছু সার্জিক্যাল পিপিই স্থানীয় ঔষধের দোকানে বিতরন করা হয়

    কাজী সরোয়ার হোসেন মোবাইলে জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী নির্দেশ মোতাবেক ঢাকাতে আছি  ঘর থেকে বের হতে না পারায় ,নিজের এলাকায় যেতে পারছি না, কিন্তু নড়াইল বাসীর চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি তারই ধারা বাহিকতায় কালিয়া নড়াগাতির মানুষের কথা চিন্তা করে করোনা টেষ্ট কিট ,থার্মা স্কানার সার্জিক্যাল পিপিই পাঠিয়েছি এর ফলে কালিয়াবাসী সহজে করোনা ভাইরাস পরীক্ষায় সুয়োগ পাবে

    তিনি আরো বলেন, জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, পরবর্তীতে সব  চিকিৎসা সামগ্রী নড়াইল সদরের পাঠানো হবে ছাড়া যে সব সাংবাদিক জীবনের ঝুকি নিয়ে করোনার সংবাদ প্রচারে নিয়োজিত আছেন  সেই সব সাংবাদিকদের নিরাপত্তার কথা ভেবে নড়াইল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের জন্য ২০ সেট উন্নতমানের পিপিই পাঠানোর চেষ্টা করছিমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আহবানে সারা দিয়ে দেশের সকল বিত্তবানরা যদি দেশের এই দূঃসময়ে এগিয়ে আসে ,তাহলে আমরা সকলে মিলে করোনার ভয়ালগ্রাস থেকে সবাইকে রক্ষা করতে পারবে।