পাক-ভারত প্রচণ্ড গোলাগুলিতে অন্তত ৬সেনা নিহত

    0
    238

    সীমান্ত রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর প্রচণ্ড গোলাগুলিতে দু পক্ষের অন্তত ছয় সেনা নিহত হয়েছেন। এই নিয়ন্ত্রণ রেখা কাশ্মীরকে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভক্ত করেছে।

    পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, গোলাগুলিতে তাদের অন্তত দুই সেনা নিহত এবং একজন আহত হয়েছেন। আইএসপিআর বলছে, ভারতীয় বাহিনী আজ (বৃহস্পতিবার) সকালের দিকে বিনা উসকানিতে গোলাগুলি শুরু করলে পাকিস্তানের এসব সেনা হতাহত হযন। অন্যদিকে, পাকিস্তানি সামরিক বাহিনীর পাল্টা হামলায় ভারতের তিন সেনা নিহত এবং একটি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতির জন্য ভারতকে দায়ী করেছে আইএসপিআর।

    আইএসপিআরের প্রধান মেজর জেনারেল আসিফ গফুর টুইটার বার্তায় তার দেশের দুই সেনা নিহতের কথা নিশ্চিত করেছেন। এর আগে গতকাল ভারতের সেনাবাহিনী বলেছিল, পাকিস্তানি সামরিক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে কাশ্মীরের বারামুল্লা জেলায় ভারতের এক সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।পার্সটুডে